
কম্পিউটার প্রোগ্রামার হওয়ার জন্য তোমাকে জিনিয়াস হতে হবে না। দরকার একাগ্রতা, নিষ্ঠা এবং সর্বোপরি ডিজিটাল বাংলাদেশের প্রতি ভালবাসা। বিশ্বের সব বড় বড় প্রোগ্রামারই তোমাদের মত ছোটবেলাতেই প্রোগ্রামিং শুরু করেছিলেন।

বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং এর প্রয়োগ জ্যামিতিক হারে বেড়ে চলেছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আইসিটির ব্যবহার একদিকে আমাদের জীবনকে করেছে স্বাচ্ছন্দ্যময় ও গতিময় এবং অন্যদিকে বিশ্বব্যাপী জ্ঞানের বিকাশ ঘটছে এবং এক নতুন অর্থনীতিও বিকশিত হয়ে উঠছে। অটোমেশন, কম্পিউটারায়ন ও ডিজিটালাইজেশনের কারণে আমাদের দেশেও প্রযুক্তিবিদ তথা কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা বেড়েই চলেছে।