Create a Joomla website with Joomla Templates. These Joomla Themes are reviewed and tested for optimal performance. High Quality, Premium Joomla Templates for Your Site

বজিপ্র

কী কী প্রতিযোগিতা হবে?

এই আয়োজনে আইসিটি কুইজ ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে। কুইজ প্রতিযোগিতা হবে লিখিত। এতে ৩০ মিনিটের বহুনির্বাচনী  প্রশ্ন থাকবে এবং প্রশ্নেই উত্তর লিখতে
হবে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় নির্ধারিত স্থানে (on-site) উপস্থিত হয়ে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার সমাধান করতে হবে।

এই প্রতিযোগিতায় কারা অংশ নিতে পারবে?

প্রোগ্রামিং প্রতিযোগিতা : দেশর সকল শিক্ষা প্রতিষ্ঠানের (বাংলা ও ইংরেজি মাধ্যম,  মাদ্রাসা এবং পলিটেকনিক) ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং
প্রতিযোগিতা হবে দুই ক্যাটাগরিতে – জুনিয়র ও সিনিয়র। জুনিয়র গ্রুপে ৬ষ্ঠ থেকে নবম  শ্রেণীর শিক্ষার্থীরা। আর দমশ থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিক কলেজের প্রথম ও
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা (৪র্থ সেমিস্টার  পর্যন্ত) সিনিয়র ক্যাটাগরি।
আইসিটি কুইজ প্রতিযোগিতা :  কুইজ প্রতিযোগিতা হবে তিন ক্যাটাগরিতে

  • জুনিয়র     :  ৬ষ্ঠ থেকে ৮ম শে্রণী,
  • সেকেন্ডারি : নবম-দশম শ্রেণী এবং
  • হায়ার সেকেন্ডারি – এসএসি পরিক্ষার্থী-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরিক্ষার্থী এবং পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত।

একই শিক্ষার্থী কী কুইজ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?

না। কারণ উভয় প্রতিযোগিতা একই সঙ্গে শুরু হবে।

কোথায় কোথায় আঞ্চলিক প্রতিযোগিতা হবে?

মোট ১৬টি শহরে আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হরো – দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, বরিশাল, পটুয়্খালী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা,
সিলেট, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও ঢাকা। আঞ্চলিক প্রতিযোগিতার ভ্যেনু, তারিখ এবং অন্তর্ভুক্ত জেলা সমূহের তালিকা এখানে দেখা যাবে। ৬ মার্চ ২০১৬ তারিখ থেকে
পর্যায়ক্রমে আঞ্চলিক প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক প্রতিযোগিতার কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীরা ৯ এপ্রিল ২০১৬ তারিখে ডাকার কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

অংশগ্রহণের জন্য কী আগেই নিবন্ধন করতে হবে?

হ্যা। আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নিজ নিজ ভ্যেনুতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের বিস্তারিত নিয়মাবলী ও স্থান এই ওয়েবসাইটে জানা যাবে।

প্রতিযোগিতা কী দলগত হবে না একক?

কুইজ এবং কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা দুটোই হবে ব্যক্তিগত। অর্থাৎ তোমাকে একা একা অংশ নিতে হবে। দলীয়ভাবে অংশ নেওয়া যাবে না।

কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় কোন প্রোগ্রামিং ভাষা ভ্যবহার করতে হবে?

সি(C)/সি++(c++)

কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় কীভাবে প্রোগ্রাম জমা দিতে হবে?

প্রতিযোগিতার দিন প্রতিযোগিতার স্থানে তোমাকে উপস্থিত হতে হবে। সেখানে তোমাকে ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার দেওয়া হবে যাতে একটি সি-কম্পাইলার থাকবে।
এছাড়া তুমি ইন্টারনেটে বিচারসাইটে (https://algo.codemarshal.org) যেতে পারবে। এই প্রতিযিগতার বিচার হবে অনলাইনে, কোড মার্শাল প্ল্যাটফরমে। সেখানে তোমাকে
প্রোগ্রাম জমা দিতে হবে।

প্রতিযোগিতার বিচার পদ্ধতি কি এসিএম আইসিপিসির (ACM) মত হবে নাকি আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডের (IOI ) হবে?

প্রথাগত এসিএম আইসিপিসি-এর বদলে এই প্রতিযোগিতার জাজিং হবে হাইস্কুল পর্যায়ের জন্য অধিকতর উপযোগী আইওআই (আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড) জাজিং
পদ্ধতিতে। প্রথাগত পদ্ধতিতে প্রতিযোগীদের সাবমিট করা একটি সমাধানকে বিচার করে সঠিক বা ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন বিচারকগণ। সঠিক হলে পুর্ণ নম্বর পাওয়া যায়, ভুল
হলে সরাসরি ০। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, কোন একটি সমাধান হয়ত বিচারকদের ১০টি টেস্ট নমুনা ডেটার ৯টিতেই ঠিকমত কাজ করছে, ছোট কোন ভুলের জন্য
একটি কেসে হয়ত ব্যর্থ হচ্ছে। দু:খজনকভাবে, এই সমাধানটিও কোন নম্বর পাবে না। কিন্তু আইওআই পদ্ধতিতে ১০টি কেসের ৯টি সফল হলে ৯০% নম্বর পাওয়া যাবে তেমনি
১০টির ২টি ঠিক হলে পাওয়া যাবে ২০%। অর্থাৎ আংশিকভাবে সঠিক সমাধান দিতে পারলে তার জন্যেও পুরস্কার আছে।

জাভা বা পাইথনে কি প্রোগ্রাম করা যাবে?

না। স্কুল-কলেজ পর্য়ায়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা হচ্ছে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড। সেখানে তিনটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যায়, সি,
সি প্লাস প্লাস ও প্যাসকেল। যেহেতু প্যাসকেল বিলুপ্তপ্রায়, তাই এখানে সি ও সি প্লাস প্লাসের সাপোর্ট রয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক ইনফরমেটিক্স প্রতিযোগিতায় জাভা বা পাইথন
সাপোর্ট করলে সেটিও তখন ব্যবহার করা যাবে।আপাতত কেবল সি/সি প্লাস প্লাস।

আমি আগে কখনো অনলাইনে প্রোগ্রামিং প্রতিযোগিতা করিনি। কেমন করে করবো?

কোডমার্শাল সাইটের ডানদিকে “Register” বাটন আছে। সেটিতে ক্লিক করলে তুমি একটা ফর্ম পাবে। সেখানে ই-মেইল, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার একাউন্ট
পেয়ে যাবে। তারপর ঐখানে তুমি যে কোন কনটেস্টে অংশ নিতে পারবে।

কোডমার্শাল ব্যবহারের কোন গাইড আছে?

এই গাইডটিতে সকল ধাপ পর্যায়ক্রমে বলা আছে।

অনলাইন প্রোগ্রামিং কনটেস্টে অংশ নেওয়ার জন্য কী করা দরকার? কীভাবে আমার সমাধান জমা দেব?

এই ভিডিওটিতে ধাপে ধাপে কীভাবে সমস্যার সমাধান জমাদিতে হয় তা বলা আছে। এখান তেকে তুমি তা দেখে নিতে পারো।