প্রোগ্রামিং
- প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ক্যাটাগরিতে।
- জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি)
- সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী)
- প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই http://online.nhspc.org ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এনএইচএসপিসি ২০২০-এর কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে না। একজন প্রতিযোগি প্রোগ্রামিং বা কুইজ, যে কোন একটি বিষয়ে অংশ নিতে পারবে।
- প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করা সবাইকে টাফ ডট কো (toph.co) থেকে একটি একাউন্ট ইমেইলের মাধ্যমে পাঠানো হবে। অনলাইন বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য ঐ একাউন্টটি অবশ্যই সংরক্ষণ করতে হবে।
- সকল পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ও লিংক www.nhspc.org/2020/program-schedule ঠিকানায় পাওয়া যাবে।
- প্রস্তুতি প্রতিযোগিতা ও মহড়া প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীরা তাদের নিজস্ব একাউন্ট ব্যবহার করবে।
- প্রতিযোগিতার প্রব্লেম সেট বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই পাওয়া যাবে।
- প্রতিযোগীরা প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র সি / সি++ ও পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে পারবে।
- অনলাইন বাছাই প্রতিযোগিতা থেকে মেধা তালিকা অনুযায়ী প্রতিযোগিদেরকে জাতীয় পর্বের জন্য নির্বাচন করা হবে। সেক্ষেত্রে কোন প্রাতিষ্ঠানিক বা বিভাগীয় কোটা অনুসরণ করা হবে না।
- প্রতিযগিতায় অংশগ্রহণের সময় ব্যবহৃত কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং যেকোনো একটি কম্পাইলার বা আইডিই (যেমন: কোডব্লক, ডেভসি++, পাইথন) ইনস্টল থাকতে হবে।
- প্রতিযোগিতার জাজিং হবে হাইস্কুল পর্যায়ের জন্য অধিকতর উপযোগী আইওআই (আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড) জাজিং পদ্ধতিতে।
- প্রতিযোগিতায় ফলাফলে বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
কুইজ
- এনএইচএসপিসি আইসিটি কুইজ ২০২০ প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। নিজ নিজ বাসা থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
- কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ক্যাটাগরিতে।
- জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি)
- সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক ডিপ্লোমার ১ম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী)
- প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই http://online.nhspc.org/register ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এনএইচএসপিসি ২০২০-এর প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে কুইজে অংশ নেওয়া যাবে না। একজন প্রতিযোগি প্রোগ্রামিং বা কুইজ, যে কোন একটি বিষয়ে অংশ নিতে পারবে।
- কুইজে রেজিস্ট্রেশন করার পরে http://online.nhspc.org ঠিকানায় প্রস্তুতিমূলক কুইজে অংশ নেওয়া যাবে।
- কুইজ প্রতিযোগিতায় আইসিটি বিষয়ক প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না।
- এনসিটিবি কর্তৃক নির্ধারিত আইসিটি সিলেবাস ও আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞানের বিষয়াবলী থেকে কুইজের প্রশ্ন করা হবে।
- কুইজের প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই থাকবে।
- কুইজের প্রশ্নগুলো দুইরকম হবে। কিছু প্রশ্ন থাকবে এমসিকিউ ধরনের, যেখানে ৩/৪/৫ টি অপশন থেকে সবচেয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বাকি প্রশ্নের উত্তর হবে কোন একটি সংখ্যা। সংখ্যাটি নির্দিষ্ট বক্সে লিখতে হবে।
- প্রতিযোগিতায় প্রতিটি পর্বের সময় ৩০ মিনিট। পর্ব অনুসারে ২০-৫০ প্রশ্ন থাকতে পারে।
- সকল পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ও লিংক www.nhspc.org/2020/program-schedule ঠিকানায় পাওয়া যাবে।
- কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি ধাপে।
- মক টেস্ট
- বাছাই পর্ব
- ফাইনাল পর্ব
- মক টেস্ট বিষয়ক তথ্য
- মক টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন ২০২০ তারিখ।
- রেজিস্ট্রেশনকৃত সকল প্রতিযোগি মক টেস্টে অংশ নিতে পারবে।
- মক টেস্টে অংশ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের কিছুক্ষণ পূর্বে http://online.nhspc.org ঠিকানায় অংশগ্রহণের লিংক পাওয়া যাবে। এছাড়া রেজিস্ট্রেশন করা সকল শিক্ষার্থীকে ইমেইলে মক টেস্টের লিংক প্রদান করা হবে।
- মক টেস্টে মূলত কীভাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে তার একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে।
- মক টেস্টে কোন নম্বর থাকবে না, মক টেস্টের ফলাফলও প্রকাশ করা হবে না।
- মক টেস্টে অংশ না নিয়েও একজনও শিক্ষার্থী প্রথম পর্বে অংশ নিতে পারবে। তবে মক টেস্টে অংশ নিলে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া সহজ হবে বলে সবাইকে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
- বাছাই পর্ব বিষয়ক তথ্য
- রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরাই শুধু বাছাই পর্বে অংশ নিতে পারবে।
- বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২৫ জুন ২০২০ তারিখ।
- বাছাই পর্বে অংশ নেওয়ার শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ সঠিক উত্তর প্রদানকারী শিক্ষার্থীদের মধ্য হতে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী জাতীয় পর্বে উত্তীর্ণ হবে।
- জাতীয় পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস ও ইমেইলের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটেও তালিকা প্রকাশ করা হবে।
- জাতীয় পর্ব বিষয়ক তথ্য
- বাছাই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় পর্বে অংশ নিতে পারবে।
- জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২৭ জুন ২০২০ তারিখ।
- জাতীয় পর্বে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা বিজয়ী বলে বিবেচিত হবে।