প্রোগ্রামিং ভাষা শেখার পর তুমি যখন প্রোগ্রাম রিখতে শিখে যাবে তখন তোমার ইচ্ছে হবে তোমার পরোগ্রামিটি ঠিক হলো কী না সেটা দেখা। তোমার কম্পাইলার দিযে কম্পাইল করার পর তুমি প্রোগ্রামটিকে চালিযে দেখতে পারো। এর পাশাপামি ইন্টারনেটে অনেক সাইট আছে যেখানে তুমি তোমার প্রোগ্রামিং দক্ষতা যাচাই করতে পারো। এরকম কয়েকটি ওয়েবসাইটের বর্ণা দেওয়া হলো-
ক. তামিম শাহরিয়ারের কম্পিউটার প্রোগ্রামিং -বইএ বর্ণিত প্রোগ্রামিং সমস্যাগুরো এখানে পাওয়া যায়। এছাড়া এখানে নিত্য নতুন সমস্যা দেওয়া হয়। এই সমস্যাগুলোর বর্ণনা বাংলা ভাষাতে দেওয়া থাকায় এগুলো তোমার জন্য বোঝা সহজ। সমস্যা সমাধানের পর তুমি সেটির সঠিকতা সেখানেই যাচাই করতে পারো।
খ. C Puzzle : এই সাইটে সি প্রোগ্রামিং-এর দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু সমস্যা/সমাধান দেওয়া আছে।
গ. টাফ ডোট কো এর নমুনা সমস্যা : এখানে বেশ কিছু নমুনা সমস্যা রয়েছে। এ সমস্যাগুলোর সমাধান নিজেরা করতে পারলে তুমি অনেকখানি এগিয়ে যেতে পারবে।
এছাড়া ২০১৫ সালের জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতার সমস্যাবলী এখানে পাওয়া যাবে।